Blogger এ নিজের website কিভাবে বানাবো

ব্লগার পরিচয়


ব্লগার এমন একটি প্লাটফর্ম যেখানে আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এটি একটি গুগোল এর অন্যতম প্রোডাক্ট, যা আমাদের বাড়িতে একটি ওয়েবসাইট তৈরি করতে দেয়। এখানে অনেক মানুষ আছে যারা কোডিং জানেনা এবং নিজেদের একটি ওয়েবসাইট বানাতে চায় তারা এই ব্লগে এসে নিজেদের ওয়েবসাইট বানাতে পারে। ‌ এখানে ব্লগার ছাড়াও অনেক অপশন রয়েছে যেমন ওয়ার্ডপ্রেস, উইকস এবং আরো অনেক। আপনি ব্লগারে নিজের একটি ওয়েবসাইট তৈরি করার পরে, প্রতিদিন তাতে একটি করে ইউনিক আর্টিকেল পোস্ট করতে হবে। অন্তত আপনার ব্লগারে ত্রিশটা আর্টিকেল হাজার ওয়াটের হওয়ার পরে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্রভাল নিতে পারবেন। আপনার ব্লগারে ভালো ট্রাফিক ও থাকা উচিত। ব্লগার আপনাকে একটি সাবডোমেইন প্রভাইড করে কিন্তু আপনি চাইলে নিজের একটি ডোমেইন কিনতে পারেন। এটি পুরোটাই আপনার উপরে নির্ভর করে যে আপনি সাবডোমেইনে অ্যাডসেন্সে প্রমাণ নিতে চান নাকি নিজের একটি ডোমেইন কিনতে চান। যদি আপনি একজন ব্লগার হতে চান তাহলে আপনাকে নিশ্চয় ব্লগারের এবং অ্যাডসেন্সে শর্তাদি পড়ে নেওয়া উচিত। না হলে আপনার পরে অসুবিধা হতে পারে ব্লগারের শর্তাদি উল্টো চলতে গেলে। ব্লগার বলে যে আপনার ওয়েবসাইটে ইউনিক আর্টিকেল হওয়া উচিত এবং সব আর্টিকেল অন্তত 500 থেকে 700 ওয়াটের হওয়া উচিত। কারোর থেকে কপি-পেস্ট আর্টিকেল নিষিদ্ধ, অথবা কারো আর্টিকেল ট্রান্সলেট করে আপলোড করা নিষিদ্ধ, আরো নানা শর্তাদি রয়েছে যা আপনাদের জানা উচিত একজন ব্লগার হওয়ার আগে।

ব্লগার এর বৈশিষ্ট্য

গুগোল ব্লগারের অ্যাপ্লিকেশন ও প্লে স্টোরে পাবলিশ করেছে, অথবা আপনি এটি অনলাইন ওপেন করে ইউজ করতে পারেন। যখন এটা আপনি ওপেন করবেন তখন আপনি পাশে অনেকগুলো ট্যাব দেখতে পাবেন, যেমন পোস্ট করার, আপনার ব্লগারে প্রতিদিনের কত ট্রাফিক সেটা দেখার, থিম পাল্টানোর, টিমটাকে কাস্টমাইজ করা, ও আরো অনেক। এর শর্তাদি অনুযায়ী আপনাকে প্রতিদিন একটির সব থেকে আলাদা আর্টিকেল লিখতে হবে, কিন্তু আমাদের মাথায় আসেনা যে কি নিয়ে আর্টিকেল লেখা যায়, আমরা ভেবে উঠতে পারিনা যে কোন টপিক নিয়ে নতুন আর্টিকেল লিখব, যদি আপনি এই প্রবলেমে পড়ে থাকেন তাহলে আপনি গুগলের কোশ্চেন হাব নামক ওয়েবসাইটে যেতে পারেন, গুগোল কোশ্চেন হাব এমন একটা ওয়েবসাইট যেটি আমাদের ইউনিট কোশ্চেন প্রোভাইড করে। সাধারণ মনুষ যা গুগলে সার্চ করে এবং তার রেজাল্ট পায়না গুগোল সেই কোশ্চেন গুলো কে কালেক্ট করে এবং আমাদের প্রোভাইড করে। এর দ্বারা গুগল নিজের প্রোডাক্ট আরো ইম্প্রুভ করে। এতে আপনার অসুবিধা হয় এবং গুগোল এর প্রোডাক্ট গুলো আরো ইমপ্রুভ হয়। এভাবে আপনি প্রতিদিন একটা আলাদা আর্টিকেল লিখে এখানে পাবলিশ করতে পারবেন। 

ব্লগার একাউন্ট

এবার আমরা সবাই জেনে গেলাম যে ব্লগার এর দ্বারা আমরা নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি বিনামূল্যে, কিন্তু ব্লগার এর ওয়েবসাইট কিভাবে তৈরি করব সেটা এবার জানবো। প্রথমে আপনাকে ব্লগার ওয়েবসাইটে চলে যেতে হবে এবং যাওয়ার পরে আপনাকে এখানে গুগোল একাউন্ট দিয়ে সাইন আপ হয়ে যেতে হবে। সাইনআপ হবার পরে আপনাকে নিজের ব্লগারের একটা সুন্দর নাম চেঞ্জ করার অপশন দেওয়া হবে। নামটা চেঞ্জ করার পরে আপনার ওয়েবসাইটের ইউ আর এল বানানোর জন্য বলা হবে এবং তারপর আপনার ওয়েবসাইটটি তৈরি করে দেয়া হবে। এবার ওখান থেকে পোস্ট সেকশন থেকে আপনি পোস্ট করতে পারবেন প্রতিদিন একটা সব থেকে আলাদা আর্টিকেল। ওখান থেকে আপনি থিম অপশন এ গিয়ে থিম পাল্টাতে পারেন। গুগোল এ গিয়ে আপনাকে শুধু টাইপ করতে হবে বেস্ট ফ্রী রেস্পন্সিভ টেমপ্লেট তারপর আপনার সামনে কিছু টেমপ্লেট আসবে তার মধ্যে সবথেকে সুন্দর তেম্প্লেটস করে নিতে হবে, আপনি ওই টেম্পলেটের জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড হওয়ার পরে আবার গুগলে গিয়ে সার্চ করবেন জীব থেকে এক্সএমএল কনভার্টার, তারপর ওখানে গিয়ে আপনাদের জিপ ফাইল দেখে এক্সেল ফাইলে কনভার্ট করবেন। জিপ ফাইল থেকে এক্সএমএল ফাইল কনভার্ট করার পরে ওটাকে আপলোড করতে হবে। মনে রাখবেন আপনাকে এক্সএমএল ফাইলই আপলোড করতে হবে। তারপর আপনি কাস্টমাইজ আরে অপশনে গিয়ে আপনার থেকে কাস্টমাইজ করতে পারেন। থিমটি কাস্টমাইজ করার পরে আপনার ব্লগ নতুন ভাবে দেখা যাবে। রেগুলার ওখানে পোস্ট করতে থাকুন এবং 30, 40 টা পোস্ট হওয়ার পরে আপনি গুগোল অ্যাডসেন্সে একবার ট্রাই করে দেখতে পারেন, যদি আপনার আর্টিকেল সবথেকে ইউনিক হয়ে থাকে এবং আপনার কনটেন্ট যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তবে অনেকে 100 ওয়াটের আর্টিকেল লিখে অ্যাপ্রভাল নিতে চাই গুগল তাদের একা বারেই রিজেক্ট করে দেবে। আপনার অন্তত হাজার ওয়ার্ল্ডের 30, 40 টা আর্টিকেল থাকা দরকার। এবং আপনার ট্রাফিক দিনে দেড়শ দুইশ থাকা দরকার। 

গুগল এডসেন্স

যখন আপনার মনে হবে আপনি গুগল এডসেন্স একাউন্ট পাওয়ার জন্য এলিজিবল, তখন আপনার ব্লগারে আর্নিং অপশন থেকে ডাইরেক্ট গুগল এডসেন্স একাউন্ট তৈরি করতে পারেন। ওখানে বাইডিফল্ট আপনার ব্লগারের ইউ আর এল নিয়ে নেবে। তারপর ওখান আপনার প্রাইমারি জিনিসগুলোকে ফিলাপ করতে হবে। প্রাইমারি জিনিসগুলো ফিলাপ করার পরে আপনি নিজের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং গুগোল 1,2 সপ্তাহের মধ্যে আপনাকে একটি রেসপন্স করবে। সেই রেস্পন্সে হয়তো এমন লেখা হতে পারে যে আপনি গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পেয়ে গেছেন, অথবা আপনার সাইটকে রিজেক্ট করে দেওয়া যেতে পারে, কপিরাইট কনটেন্ট অথবা আন্ডার কনস্ট্রাকশন এরোর দিয়ে। তাই ব্লগার ওয়েবসাইট টিকে কাস্টমাইজ করা এবং তাতে সৎভাবে আর্টিকেল লেখা উচিত। অনেকে অন্যের আর্টিকেলটা কে ট্রান্সলেট করে আপলোড করে কিন্তু তাতেও কপিরাইট এরোর চলে আসে। একবার আপনার সাইট রিজেক্ট হয়ে যাওয়ার পরে বেশি আশা রেখো কোন লাভ হবে না কারণ ওই একটা জানতে যদি রিজেক্ট হয়ে যায় পরের বারে পাওয়া খুব কঠিন। 

এডসেন্স রিজেক্ট হওয়ার কারণ

এডসেন্স রিজেক্ট অনেক কারণ হতে পারে। যদি আপনি কারোর কনটেন্ট কপি করে পেস্ট করে আপলোড করেন তাহলে এতে আপনার এডসেন্স একাউন্ট একটা হতে পারে। আপনি যদি কারোর কনটেন্ট গুগল ট্রান্সলেটর দ্বারা ট্রান্সলেট করে আপলোড করেন এতে আপনার সাইটে রিজেক্ট হয়ে যেতে পারে। আপনি যদি নিজের সাইটটিকে ভালোভাবে কাস্টমাইজ না করেন তাহলে আপনার সাইটটি রিজেক্ট হয়ে যেতে পারে। কাস্টমাইজ করার অর্থ হল তাতে শর্তাদি অর্থাৎ টার্মস অন্ড কন্দিশনস, প্রাইভেসি পলিসি, কন্টাক্ট পেজ ক্রিয়েট করতে হবে। তাতে কয়েকটি সোসাল আইকন লাগাতে হবে। এইসব স্টেপ গুলো ফলো করে আপনি আপনার সাইটটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন এবং অ্যাডসেন্সে অ্যাপ্রভাল এর জন্য রেডি করতে পারেন। আর হ্যা আপনাকে নিজের সাইটটিকে গুগল সার্চ কনসোলে এ ও সাবমিট করতে হবে। এবং তার একটি সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। এগুলি কিছু পরামর্শ যার দ্বারা আপনি নিজের সাইটটিকে গুগল এডসেন্স এর জন্য তৈরি করতে পারবেন। যদি আরো কিছু জানা থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে আমাদের জিজ্ঞেস করতে পারেন অথবা কন্টাকটার পেজে গিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার রেসপন্স কে রেসপেক্ট করি। আমরা আপনার তরপ থেকে রেসপন্স পাওয়ার এক দু দিনের মধ্যেই আপনার প্রবলেমের সলিউশন আমাদের ওয়েবসাইটে আপলোড করব। নিজের প্রবলেমের সলিউশন পেতে আমাদের এই ওয়েবসাইটের সঙ্গে জুড়ে থাকুন।

Post a Comment

We need your suggestion but do not post any spam links on comment.

নবীনতর পূর্বতন