ট্রুকলার প্রিমিয়াম
ট্রুকলার এমন একটা এপ্লিকেশন যে প্রায় সবাই এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে চায়। কিন্তু ট্রুকলার প্রেমিয়াম সাবস্ক্রিপশনের দাম বেশি হয় তাই কেউ এর সাবস্ক্রিপশন নেয় না। ট্রুকলার এমন একটি আলাদা অ্যাপ্লিকেশন যেখানে মানুষ স্মাপ কল থেকে বাঁচতে পারে। ব্যাংকিং ফ্রড, স্প্যাম কল, এইসব থেকে লোকাল আর আমাদের রক্ষা করে। আর আপনি ট্রুকলার প্রেমিয়াম ভার্শন নিলে আপনার পাওয়ারফুল ব্লকিং এনেবেল হয়ে যাবে যার ফলে যেকোনো স্প্যামার অথবা ব্যাংকিং ফ্রড আসলেই ব্লক করা হবে। এমনিতে ট্রু কলারে ব্লকিং সিস্টেম রয়েছে যেখানে যেকোনো স্পাম কল অথবা মেসেজ আপনা আপনি ব্লক লিস্টে চলে যায়। এটি একটি ইউনিক অ্যাপ্লিকেশন। আপনি এর প্রিমিয়াম ভার্সন ফ্রীতে ও নিতে পারেন। যখন আপনি আপনার বন্ধুকে ট্রুকলার ইন্সটল করতে ইনভাইট করবেন তখন আপনি এক সপ্তাহের জন্য ট্রুকলার প্রেমিয়াম ভার্শন ফ্রিতে নিতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ এপ্লিকেশন যেটা আমাদের সবার ফোনে থাকা উচিত। বিশেষ করে এখন করোনা পরিস্থিতিতে আমাদের মোবাইলে অনেক স্প্যাম কল আসছে যেগুলি অ্যাভয়েড করতে আমাদের ট্রুকলার এর মত একটি অ্যাপ্লিকেশনের দরকার। ট্রু কলার মতো এত পাওয়ারফুল ব্লকিং কোন অ্যাপ্লিকেশনে যদিও নেই তাই আমাদের এটি সিলেক্ট করা বেস্ট অপশন হবে। আপনি ট্রুকলার প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার পরে অনেক পাওয়ারফুল ফিচার ব্যবহার করতে পারবেন। যেই পাওয়ারফুল ফিচার গুলি পাওয়ার পর আপনার কোন এবং আপনি ফ্রড হওয়া থেকে বাঁচবেন।
প্রিমিয়াম ফিচার
ট্রুকলার প্রিমিয়াম ফিচার পাওয়ার জন্য অনেকে খুবই চেষ্টা করে কিন্তু তারা দামের জন্য সেটা পেতে পারে না। ট্রুকলার প্রিমিয়াম মেম্বারশিপ নেয়ার পরে আপনার প্রিমিয়াম ব্যাচ লেগে যাবে। আরো একটি দামি কিছু নাইরে আপনার ওপর গোল্ডেন ব্যাচ লেগে যাবে অর্থাৎ ট্রুকলার গোল্ডেন ব্যাচ। ট্রুকলার এর কিছু প্রিমিয়াম টিচার গুলি নিচে উল্লেখিত করা রয়েছে।
- পাওয়ারফুল ব্লকিং।
- কে আপনার প্রোফাইল দেখেছেন সেটা জানতে পারবেন।
- প্রিমিয়াম ব্যাচ।
- আগের মত অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাডস থাকবে না।
- কারোর কন্টাক্ট ডিটেইলস চাইতে পারবেন।
- Incognito mode পাবেন।
আরো অনেক দারুন দারুন ফিচার রয়েছে যে বলি আপনি ট্রুকলার প্রিমিয়াম আনলক করার পরে দেখতে পাবেন।
কিভাবে ট্রুকলার প্রেমিয়াম এপ্লাই করবেন
এটি এপ্লাই করার জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে ট্রুকলার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ট্রুকলার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর পর ডেকে সব পারমিশন দিতে হবে, এবং তারপর আপনাকে উপরের থ্রি ডট একটি করে গেট ট্রুকলার প্রেমিয়াম অপশনে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আপনি প্রিমিয়াম বাসিনেস প্লান দেখতে পাবেন। আপনি মান্থলি প্রেমবাজার নিতে পারেন অথবা ইয়ারলি নিতে পারেন। কিন্তু বাৎসরিক প্লান টি সিলেক্ট করলে আপনার একটু কম খোরজ হবে। এখন বর্তমান দুই হাজার কুড়ি সালে মাসিক প্ল্যান্টি সিলেক্ট করলে 49 টাকা পেয়ে যাবেন এবং বাৎসরিক প্ল্যান্টি সিলেক্ট করলে 449 টাকায় পেয়ে যাবেন। যদিও বাৎসরিক প্ল্যানটি 588 হওয়া উচিত ছিল। তাই আমরা আপনাকে রেকমেন্ট করব বাৎসরিক প্ল্যানটি সিলেক্ট করার জন্য। তারপর ওখান থেকে আপনি নিজের পেমেন্ট সিস্টেম টি কমপ্লিট করার পর আপনার নতুন ট্রুকলার আনলক হয়ে যাবে। এবং যার করে আপনি প্রিমিয়াম ফিচার গুলি ব্যবহার করতে পারবেন এবং আনন্দ পাবেন।
ট্রুকলার ফ্রি প্রিমিয়াম
এটা কী জানেন যে আপনি ট্রুকলার প্রেমিয়াম ভার্শন 1 মাসের জন্য ফ্রিতে পেতে পারেন। তার জন্যে শুধু আপনাকে আপনার বন্ধুকে ট্রুকলার ডাউনলোড করতে বলতে হবে। কিন্তু যেমন তেমন ভাবে বললে হবে না। আপনাকে কিছু প্রসেস চালু করতে হবে এবং আপনার বন্ধুকে একটি লিংক পাঠাতে হবে যার দ্বারা আপনার বন্ধুর ট্রু কলার টি ডাউনলোড করবে। নিচে কিছু স্টেপ দেয়া রয়েছে যার দ্বারা আপনি আপনার বন্ধুকে এটি ব্যবহার করার জন্য ইনভাইট করবেন এবং এক সপ্তার জন্য এর প্রেমিয়াম ভার্শন ফ্রিতে পেতে পারবেন।
- ট্রু কলার অ্যাপ টি ওপেন করুন।
- ট্রু কলার অ্যাপ টি ওপেন করার পর বাঁদিকে তিনটে লাইনে ক্লিক করুন।
- তিনটে লাইনে ক্লিক করার পড়ে আপনি একটা লেখা দেখতে পাবেন "ইনভাইট ফ্রেন্ড"।
- ওখানে ক্লিক করুন।
- ঠিক করার পর দেখতে পাবেন ওখানে লেখা আছে যে আপনি আপনার বন্ধুকে এটি ব্যবহার করার জন্য বলুন এবং এক সপ্তাহের জন্য প্রিমিয়াম ভার্শন পান ফ্রিতে।
- ওখানে আপনাকে শেয়ার করার জন্য কয়েকটি অপশন দেওয়া হবে।
- আপনি হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনার বন্ধুকে ওই লিঙ্কটা শেয়ার করতে পারেন।
- শেয়ার করার পর আপনার বন্ধু যখন ওই লিংকে ক্লিক করে ট্রু কলার অ্যাপ টি ডাউনলোড করবে তখন আপনি এক সপ্তাহের জন্য ফ্রিতে প্রিমিয়াম উপভোগ করতে পারবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
We need your suggestion but do not post any spam links on comment.