গুগল প্লে ক্রেডিট কি
গুগল প্লে ক্রেডিট দিয়ে আপনি যে কোন অ্যাপ এর প্রিমিয়াম ভার্শন অথবা যেকোনো অ্যাপ কে কিনতে পারেন। অর্থাৎ যে কোন অ্যাপ পেইড ভার্শন এ থাকলে সেগুলি কিনে ব্যবহার করার জন্য গুগল প্লে ক্রেডিট এর দরকার হয়। প্লে স্টোরে অনেক অ্যাপ আমরা দেখতে পাই যে গুলি টাকা দিয়ে কিনে তারপর ব্যবহার করতে হয়। অর্থাৎ যতক্ষণ না আমরা পে করছি ততক্ষণ আমরা ওই অ্যাপটি ডাউনলোড করতে পারিনা। আর আমাদের কাছে অনেকের ডেবিট কার্ড থাকেনা অথবা ক্রেডিট কার্ড পাবেন যার ফলে আমরা নিজেদের প্লে ক্রেডিটে টাকা ভরতে পারি না। অনেকে আবার দাম বেশি হওয়ায় অ্যাপগুলি কিনতে পারে না এবং তার ফিচার গুলি ব্যবহার করতে পারে না। কিন্তু আজ এই আর্টিকেলটা পড়ার পরে আপনি গুগল প্লে ক্রেডিট ফ্রিতে অন করতে পারবেন। গুগোল নিজে একটি প্রোডাক্ট লঞ্চ করেছে যার দ্বারা আপনি কিছু সহজ প্রশ্নের উত্তর দিয়ে গুগলের প্লে ক্রেডিট সহজেই পেতে পারেন। প্লে ক্রেডিট টাকাগুলি সোজাসুজি আপনার প্লে স্টোরে প্লে ক্রেডিট এ চলে যায়। এই অ্যাপটিতে শুধু আপনাকে কয়েকটি সহজ প্রশ্নের উত্তর দিতে হয়। আমরা এটা বলতে পারি যে এখানে আমাদের কয়েকটি ছোট সার্ভে এর উত্তর দিতে হয় সৎ ভাবে। উত্তর দিলে আমাদের একাউন্টে সেই প্লে ক্রেডিট গুলো ডেলিভার করে দেয়া হয়। আমি নিজে এই অ্যাপটি ব্যবহার করে দেখেছি, এবং আমার এক্সপেরিয়েন্স অনুযায়ী একটি খুবই ভালো। এখানে দুমিনিটের সার্ভে এর উত্তর দিয়ে আপনি সহজেই প্লে ক্রেডিট পেতে পারেন। আপনি গুগল প্লে স্টোরে অনেক অ্যাপ্লিকেশন এমন দেখেছেন যেগুলি কেনার পরে আপনি ডাউনলোড করতে পারেন গুগল প্লে স্টোর থেকে তার আগে আপনি এই অ্যাপগুলি ডাউনলোড করতে পারেন না। ওই সব অ্যাপের জন্য আমাদের গুগল প্লে ক্রেডিট এর দরকার হয়। আজ এমন একটি অ্যাপ্লিকেশন নাম আমরা বলতে চলেছি যার দ্বারা আপনি ফ্রিতে গুগল প্লে ক্রেডিট পেতে পারেন। অ্যাপ্লিকেশান টির নাম হল গুগোল অপিনিয়ন রেওয়ার্ড। এখান থেকে ফ্রিতে গুগল প্লে ক্রেডিট পাওয়া যায়।
গুগল অপিনিয়ন রিওয়ার্ড
গুগোল অপিনিয়ন রেওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে আপনাকে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবে এবং সার্চ বারে এটির নাম সার্চ করতে হবে। সার্চ করার পর আপনার কাছে অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে কিন্তু একদম উপরে গুগোল এর প্রোডাক্ট যেটি সেটি সিলেক্ট করে আপনাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে। ওটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে ওকে সব পারমিশন নেওয়ারও করতে হবে এবং ওখানে নিজের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথমে যখন আপনি অ্যাপটি ওপেন করবেন তখন একটি লেখা থাকবে গেট স্টার্টএড, ওখানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার যতগুলো জিমেইল অ্যাকাউন্ট আছে সেগুলো চলে আসবে। আপনাকে তার মধ্যে যেকোনো একটি জিমেইল একাউন্ট সিলেক্ট করতে হবে। আপনি যে জিমেইল একাউন্টে ওই অ্যাপ্লিকেশনটি সঙ্গে সাইনআপ করতে চান সেই জিমেইল একাউন্ট সিলেক্ট করুন। আপনার যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তখন আপনার জন্য কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হবে যার জন্য আপনাকে কোন গুগল প্লে ক্রেডিট দেয়া হবে না। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার দু-তিন দিন এরপর আপনার জন্য ফাস্ট সার্ভে দেয়া হবে গুগোল এর দ্বারা। এই সার্ভে উত্তর দেয়ার পরে আপনার প্লে ক্রেডিটে তিন কি চার টাকা ক্রেডিট করে দেয়া হবে। কিন্তু মনে রাখবেন যে কোন সার্ভে সৎ ভাবে উত্তর দেবেন। সৎ ভাবে উত্তর দিলে আপনার কাছে প্রায়শই সার্ভে আসবে, কিন্তু আপনি যদি ইচ্ছামতো যেকোনো উত্তর দিয়ে দেন তাহলে আপনার জন্য কম সার্ভে প্রোভাইড করা হবে। অনেকেই এই মাসে একটি কি দু'টির সার্ভে পায়। এটাই মেইন কারণ যার জন্য সবাই মাসে 1 থেকে 2 টি সার্ভে পায়। আপনি যদি সৎ ভাবে সঠিক উত্তর দেন সার্ভের, আপনার জন্য গুগোল ঘনঘন সার্ভে পাঠাবে। ঘনঘন সার্ভে পাওয়ার মানে তাড়াতাড়ি অনেক বেশি হয়ে যাবে।
সার্ভে গুলি কি রকম হয়
যদি আপনি জানতে চান সার্ভে গুলো কিরকম হয় তাহলে জেনে নিন। সর্ভে গুলি খুবই সহজ হয়। যেমন ধরুন আপনাকে বললো যে টুইটার অ্যাপ্লিকেশন টি কে আপনি কত রেটিং দিতে চাইবেন। আপনি টুইটার অ্যাপ্লিকেশনটি কিরকম ভাবেন সেইমতো আপনি রেটিং দেবেন। অথবা আপনার কাছ থেকে এটা জিজ্ঞেস করা হতে পারে যে আপনি যেই জায়গায় লাস্ট ভিজিট করেছিলেন সেই জায়গাটির বৈশিষ্ট্য কি কি। আপনাকে মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়া হবে যার দ্বারা আপনি সহজেই একটি অপশন সিলেক্ট করে উত্তর দিতে পারবেন।
কিভাবে বেশি সার্ভে পাবেন
বেশি ছাড়বে পাওয়ার জন্য তো অনেক কিছু করার দরকার। কয়েকটি পয়েন্ট বেশি সার্ভে করার জন্য।
- সৎভাবে সব প্রশ্নের উত্তর দিন।
- কোন সার্ভে গুলিতে মিথ্যা কথা বলবেন না।
- নিজের ইচ্ছামতো যেকোনো উত্তর সিলেক্ট করবেন না।
- তাড়াতাড়ি করে যাই তাই উত্তর দেবেন না।
- যখন আপনি বাইরে বের হবেন তখন নিজের লোকেশন অন করে রাখবেন যাতে বেশি সার্ভে পাওয়া যায়।
- লোকেশন অন রাখলে গুগোল আপনার কাছ থেকে ওই জায়গা গুলির বৈশিষ্ট্য জানতে চায় এবং বেশি সার্ভে প্রোভাইড করে আপনাকে।
প্লে ক্রেডিট চেক করুন
আপনার প্লে ক্রেডিটে কত টাকা হল আপনি দুটো মেথড এর দ্বারা চেক করতে পারেন। প্রথমটা আপনি ওই অ্যাপের মধ্যেই প্লেস্টোর অপশন পেয়ে যাবেন। প্লে স্টোর অপশনে ক্লিক করে সোজা প্লে স্টোরে যেতে পারবে। প্লে স্টোরে যাওয়ার পরে উপরের তিনটে ডট এ ক্লিক করতে হবে। তিনটা ডাটা ক্লিক করার পড়ে আপনি দেখতে পাবেন পেমেন্ট মেথড অপশন। ওই পেমেন্ট মেথড অপশনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, রিডিম কোড, ইত্যাদি। ওর ওপরেই আপনি দেখতে পাবেন যে আপনার প্লে কোটিতে কত টাকা হয়ছে। আর একটা মেথড তার রয়েছে যা দ্বারা আপনি চেক করতে পারেন যে আপনার গুগল প্লে ক্রেডিটে কত টাকা হল। তার জন্য আপনাকে সোজা প্লে স্টোর ওপেন করতে হবে এবং সেই একই প্রসেস রিপিট করতে হবে। দুটো প্রায় একই মেথড শুধু একটু পার্থক্য রয়েছে দুটোর মধ্যে। গুগোল আরেকটি নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে প্লে স্টোরে যেটি এখন বিটা ভার্সন রয়েছে। বিটা ভার্সন অর্থাৎ টেস্ট মডে রয়েছে। এটির রেফারেল কোড ছাড়া খুলবে না। আর এটি রেফারেল কোড কয়েকটি লিমিটেড মানুষেরই দেওয়া হয়েছে। অনেকে এই রেফারেল কোড নিয়ে অনেক মিথ্যা ভিডিও বানাচ্ছে অথবা ইন্টারনেটে ছাড়ছে কিন্তু এগুলি আপনারা বিশ্বাস করবেন না। গুগোল অফিশিয়ালি এখনো কোনো রেফারেল কোড প্রোভাইড করেনি আমাদের, হ্যাঁ করেছে কিন্তু কয়েকজন লিমিটেড মানুষদের ই করেছে। অ্যাপ্লিকেশান টির নাম হল টাস্ক মেট। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনাকে রেফারেল কোড কথা বলা হবে যদি আপনার কাছে রেফার কোড থেকে থাকে তাহলে আপনি ওটা দিয়ে সাইন ইন করুন, তারপর আপনাকে কিছু সহজ টাস্ক কমপ্লিট করতে হবে। কিছু সিম্পল তাগস অর্থাৎ আপনার আশেপাশে কোন কিছুর ছবি তুলে সেটাকে প্রয়োগ করতে হবে অথবা এমন কিছু কাজ যার দ্বারা গুগলের প্রোডাক্ট গুলি আরো ইমপ্রুভ হয়। গুগোল এগুলি করে তাদের প্রোডাক্ট গুলি কে আরো ইমপ্রুভ করার জন্য। এগুলি করে আপনি সহজেই টাকা ইনকাম করতে পারবেন আপনার স্মার্ট ফোন থেকেই। গুগোল অপিনিয়ন রেওয়ার্ডস যেমন আপনি টাকা গুলিকে শুধু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারতেন কিন্তু টেক্স মেট অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনি যে টাকা ইনকাম করবেন সেগুলো আপনি সহজেই ক্যাশ আউট করতে পারবেন। সুতরাং এগুলো সব কিছু দরকারী ইনফরমেশন যেগুলো আপনার খুবই দরকার ছিল, ধন্যবাদ।
একটি মন্তব্য পোস্ট করুন
We need your suggestion but do not post any spam links on comment.